প্রথম দিন – আজকে বলব কিভাবে পরী দিলাম ইংগ্লিশ চ্যানেল আমাদের এক বান্ধবী ইতালির লেক কোমো তে বিয়ে করছে। প্রায় 6 মাস আগে থেকেই ইন্বিতাটিয়ন চলে এসেছিল এবং আমরা কনফার্ম করেছিলাম যে আমরা ইটালী পৌছে যাব। আমরা বলতে আমি , আমার স্ত্রী এবং আমাদের দু বছরের ছেলে। আমরা থাকি ইংল্যান্ড এর একটা ছোট্ট টাউন এ।লোক ডাউনের দৌলতে ইউরোপ যেতে পারিনি প্রায় 3 বছর । কিন্তু এইবার ডিসাইড করলাম ড্রাইভ করে ইটালী যাব। সেই মত ছুটি নিয়ে নেওয়া হল অফিস থেকে। প্রায় 3 মাস আগে অ্যাপ্লাই করা হল ফ্রাণ্স ভিসা। ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হল কিন্তু ভিসা এসে গেল ট্রিপ শুরু হওয়ার ঠিক 2 দিন আগে। কিছুদিন বেশি ছুটি নিয়ে আমরা সুইজারল্যান্ড , ইটালী এবং ফ্রাণ্স ঘুরবো ডিসাইড করলাম। টোটাল 10 দিনের একটা প্লান হল।টোটাল 3500 কিলোমিটার। যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তাই রেস্ট ও দরকার , এবং জগ ঘুরে দেখার জন্য সময় ও দরকার। আগেকার মত ওই তাড়াহুড়ো করে ঘুরতে র ভাল লাগে না। ইংল্যান্ড এবং এউরোপের বাকি দেশের মধ্যে গাড়ি চালানোর কিছু বেসিক পার্থক্য আছে। সোব থেকে বড় পার্থক্য হল কোন দিকে গাড়ি চলছি। ইংল্যান্ড ঠিক ইন্ডিয়া র মত। কিন্তু ফ্রাণ্স , ...
Live your life while you are alive | Travel Blog || Travel Photography | Road trips | Self Drives | Videologs | Drone Photography | Overlanding
Comments
Post a Comment